হাঁটুপানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, তীব্র যানজট


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ আগস্ট ২২, ১২:০৫ অপরাহ্ন


টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন। এতে ওই মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রী সাধারণ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ওই তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, বন্যায় ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীটির গোমতীর দুকূল ছাপিয়ে উঠছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। ফলে মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

ইসতিয়াক নামে এক যাত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পানির স্রোত বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আগে দেখিনি। তারওপর যানজট, কখন গন্তব্যে যেতে পারবো জানি না।’

আকাশ নামে এ ট্রাকচালক জানান, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি, যার কারণে গাড়ি চালানো অনেক কষ্ট হচ্ছে।

আরও পড়ুন: বসতঘরে হাঁটু পানি, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানির কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। এ কারণে একটু যানজট রয়েছে। সেটা নিরসনে চেষ্টা চলছে বলে জানান ওসি।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework